অবকাঠামো:
জমির পরিমাণ:- ১০৪ শতক।
চারদিকে পাকা বাউন্ডারির মাঝে উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক পরিবেষ্টিত দ্বিতল ৩ টি ভবন এবং পশ্চিম দিকে বিশাল একটি পুকুর।
দক্ষিণ দিকের ভবনে নিচতলায় অধ্যক্ষের কার্যালয়, কলেজ অফিস কক্ষ ও কলেজ পরিচালনা পরিষদের সভা কক্ষ।
দক্ষিণ দিকের ভবনের দ্বিতীয় তলায় ছাত্রীদের কমন রুম , ছাত্রীদের নামাজ ঘর ও ছাত্রীদের ওয়াশরুম।
পূর্ব দিকের ভবনের নিচ তলায় শিক্ষক মিলনায়তন, অডিটোরিয়াম কক্ষ, ছাত্র মিলনায়তন এবং দ্বিতীয়তলায় মাল্টিমিডিয়া কক্ষ, গ্রন্থাগার কক্ষ, বিজ্ঞানাগার ও ৪টি শ্রেণী কক্ষ।
উত্তর দিকের ভবনটি ছাত্র ও শিক্ষক আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছে।
কলেজের ৩টি দ্বিতল ভবনে মাঝে সবুজ ঘাসের গালিচায় বিশাল মাঠ এবং এর চার পাশে নানারকম ফুল ও ফল গাছ দিয়ে সজ্জিত ও সুশোভিত কলেজ ক্যাম্পাস।