১৯৭৯ সালের ১৮ই ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জিয়াউর রহমানের মনোনীত প্রতিনিধি হিসেবে চান্দিনা জনসাধারণ মানুষ আমাকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করেন। চান্দিনার গণমানুষের সেবা ও সার্বিক উন্নয়নের মনোনিবেশ করি। দেশ ও জনগণের কল্যাণে নিজস্ব ঐতিহ্যের নিরিখে শিক্ষা ও সংস্কৃতির সৃজনশীল অনুশীলনের সবচেয়ে নির্ভরযোগ্য কাঠামো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান।১৯৮০ সালে রেদোয়ান আহমেদ কলেজ প্রতিষ্ঠার পরবর্তীতে গ্রামের নিরীহ, অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে কথা বিবেচনা করে ১৯৯৫ ইং সনে মহিচাইলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে প্রতিষ্ঠা করি "শহীদ জিয়াউর রহমান কলেজ"। সুযোগ্য পরিচালনা পরিষদ, দক্ষ ও অভিজ্ঞ অধ্যক্ষ, নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী, কর্মচারী, জ্ঞান পিপাসু শিক্ষার্থীদের প্রাণপণ চেষ্টায় কলেজটি দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
ড. রেদোয়ান আহমেদ
প্রতিষ্ঠাতা
শহিদ জিয়াউর রহমান কলেজ।